জুড়ী টাইমস সংবাদঃ জুড়ীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে সড়ক
পরিবহন আইনে ২২ জনকে ১৮ হাজার ২ শত টাকা জরিমানা করা হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত জুড়ী উপজেলার বিভিন্ন জায়গায় উপজেলা
নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অসীম চন্দ্র বনিক এ আদালত পরিচালনা করেন।
এসময় সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৪/৬৬ ধারা, দন্ডবিধির ১৮৬০ এর ১৮৮ ধারা, ভোক্তা অধিকার ও সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারা এবং দন্ডবিধির ১৮৬০ এর ২৬৯ ধারায়
জুড়ী উপজেলার দক্ষিণ বড়ধামাই গ্রামের জেবরুল ইসলাম, গরেরগাঁও গ্রামের নওশাদ হোসেন, জালালপুর গ্রামের আব্দুস সালাম, উত্তর বড়ডহর গ্রামের আজির আলী, নজরুল ইসলাম, জাঙ্গালিয়া গ্রামের বাবুল হোসেন, গৌরিপুর গ্রামের তৈমুছ আলী, রহিমপুর গ্রামের সুলতান আলী, ফুলতলা বাজার গ্রামের তাজুল ইসলাম, নাসির উদ্দিন, নুর মিয়া, দুদুল মিয়া, বটুলী গ্রামের সীপন দেব, কোনাগাঁও গ্রামের আব্দুল মতিন, বড়লেখা উপজেলার দক্ষিণ দোহালিয়া গ্রামের আহসান উদ্দিন আবুল, গাংকুল গ্রামের ফখরুল ইসলাম, ভুকশিমইল গ্রামের মারুফ আহমদ, হাসনাবাদ গ্রামের কবির মিয়া, কাঠালতলী গ্রামের মতিউর রহমান, কুলাউড়া উপজেলার ভাতাইয়া গ্রামের জসিম উদ্দিন, বীরগোগালী গ্রামের মানিক মিয়া, গোগালীছড়া গ্রামের মোঃ আব্দুল বারীকে ১৮ হাজার ২ শত টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানকালে জুড়ী থানার
ওসি মোঃ জাহাঙ্গীর
হোসেন সরদার ও ওসি তদন্ত আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন। ইউএনও অসীম চন্দ্র বনিক ভ্রাম্যমান আদালতের অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।